অবতক খবর,১৬ আগস্ট,বাঁকুড়াঃ- খেলা দিবসের নামে আজকের দিনে ১৯৪৬-র গ্রেট ক্যালকাটা কিলিংসকে মান্যতা দিচ্ছে রাজ্য সরকার।
অভিযোগ বিজেপির রাজ্য সহ সভাপতি রাজু ব্যানার্জীর।
সোমবার বাঁকুড়ার বিষ্ণুপুরে দলের তরফে ‘পশ্চিমবঙ্গ বাঁচাও’ কর্মসূচীতে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই অভিযোগ করেন।
এ প্রসঙ্গে বলতে গিয়ে রাজু ব্যানার্জী আরো বলেন, গ্রেট ক্যালকাটা কিলিংস-এর সঙ্গে খেলা হবে মিলিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী কি বার্তা দিতে চাইছেন?
সেদিন সংগঠিতভাবে গণহত্যা হয়েছিল।
সেদিনের খেলার সঙ্গে আজকের খেলা মিলে যাচ্ছে। তাই রাজ্যের মানুষের কাছে আবেদন থাকবে গ্রেট ক্যালকাটা কিলিংসের সঙ্গে আজকের খেলা দিবস কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। আজকের দিনটিকে মান্যতা দেওয়া মানে অন্য দেশকে মান্যতা দেওয়া হচ্ছে বলে বিজেপি রাজ্য সহ সভাপতি অভিযোগ করেন।
এদিন রাজু ব্যানার্জীর নেতৃত্বে ‘পশ্চিমবঙ্গ বাঁচাও দিবস’ উপলক্ষ্যে বিষ্ণুপুর শহরে মিছিল শুরু করলে রবীন্দ্র স্ট্যাচুর সামনে বিশাল পুলিশ বাহিনী তাদের পথ আটকায়। উপস্থিত পুলিশ কর্মীদের সঙ্গে তাদের সামান্য ধ্বস্তাধ্বস্তিও হয়।
পুলিশের তরফে বিজেপির মিছিল আটকানো প্রসঙ্গে রাজু ব্যানার্জীকে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন, ‘আমরা অনুমতি নিইনি বলে আমাদের আটকানো হলো। অথচ খেলা হবে বলে যে ডি.জে বাজছে, পিকনিক হচ্ছে তার অনুমতিপত্র দেখানোর কথা বলুক। বিরোধীরা কোন কর্মসূচী নিলে তা করতে পারে না। অথচ কোভিড বিধি না মেনেই শাসক দল দেদার কর্মসূচী করছে বলে তাঁর অভিযোগ। নিজেদের রাজ্যে ‘গণতন্ত্র নেই, অন্য রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা’র দিবাস্বপ্ন দেখছে বলে তিনি দাবি করেন।
এদিনের এই কর্মসূচীতে রাজু ব্যানার্জী ছাড়াও উপস্থিত ছিলেন দলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি সুজিত অগস্থী, কোতুলপুরের বিধায়ক হরকালী প্রতিহার, ওন্দার বিধায়ক অমরনাথ শাখা প্রমুখ।