অবতক খবর,১৮ আগস্ট: মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী গত ১৬ই আগস্ট রাজ্য জুড়ে পালিত হয়েছে খেলা হবে দিবস। বীজপুরের প্রতিটি মাঠে এদিন সাড়ম্বরে এই দিবসটি পালিত হয়েছে। সেইরকমই হালিশহর ৩ নং ওয়ার্ডেও পালিত হয় খেলা হবে দিবস।
উক্ত ওয়ার্ডের মাঠে সকালে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। আর রাতে আয়োজন করা হয়েছিল প্রীতি ভোজের। সেখানে প্রায় ৮০০ মানুষ নৈশভোজ গ্রহণ করেছেন। এই প্রীতিভোজে উপস্থিত ছিলেন বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী, বীজপুর তৃণমূল কংগ্রেসের যুব নেতা কমল অধিকারী,দীপন দত্ত, সোনালী সিংহ রায়, দেবাশীষ পাল, মৃত্যুঞ্জয় দাস, অরিন্দম সহ অন্যান্য নেতৃবৃন্দ। বিশ্বনাথ ধর ও অরিন্দমের উদ্যোগেই মূলত এই পৃথিবী অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল।