অবতক খবর , রাজীব মুখার্জী , হাওড়া :- রাস্তায় নেমে ছড়ার তালে তালে আজ দলের প্রচার কর্মসূচিতে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রাজীব বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী ক্ষেত্র ডোমজুড় বিধানসভা কেন্দ্রের বেলানগর এলাকায় প্রচার করেন তিনি। এই প্রচারে আক্রমনের মূল লক্ষ ছিল রাজীব বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন এমন হারান হারাব রাজীবকে , যে দু বছর ঘুমোতে পারবে না। তিনি আরো বলেন রাজীব বন্দ্যোপাধ্যায়ের মত জঞ্জাল যত চলে যাবে তৃণমূল তত পরিষ্কার হবে।
রাজীবের ডাবল ইঞ্জিন সরকার নিয়েও কটাক্ষ করেন কল্যাণ। তিনি বলেন আগেই ২০২৪ সালে বাকি ইঞ্জিন টাও চলে যাবে আর দেশের সব প্রান্ত থেকে বিজেপিকে লাল কার্ড দেখিয়ে দিয়েছে।
আজকে আবার তিনি দিলীপ ঘোষকে কটাক্ষ করে বলেন খ্যাপা লোকের চিকিৎসা হয় কিন্তু খ্যাপা ষাঁড়ের কোনো চিকিৎসা নেই। তাই খ্যাপা ষাঁড়ের চিকিৎসা হয় নি।