অবতক খবর,৭ ফেব্রুয়ারি: পূর্বঘোষণা মত সোমবার চালু হলো পাড়ায় শিক্ষালয়। এদিন পাণ্ডবেশ্বর, লাউদোহা ব্লকের বিভিন্ন বিদ্যালয় ঘুরে দেখা গেল এক অন্য ছবি । এতদিন বিদ্যালয় মানে ছিল চার দেওয়ালের মধ্যে পড়াশুনোর রেওয়াজ । এদিন ব্ল্যাকবোর্ড টাঙ্গিয়ে প্রথম ক্লাস হল খোলা জায়গায়, মুক্ত পরিবেশে । বিভিন্ন স্কুলে প্রথম দিন চন্দনের টিপ,ফুল ও উপহার দিয়ে বরণ করা হয় পড়ুয়াদের ।

আজ পাণ্ডবেশ্বর ব্লকের জোয়ালভাঙা প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে প্রাথমিকভাবে শুরু হল পাড়াই পাঠশালা, সেখানে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি বাচ্চাদের সাথে কিছুটা সময় কাটান এবং সকলকে চকলেট এবং গোলাপ ফুল দিয়ে বরণ করেন ।

পাণ্ডবেশ্বর চক্রের নবগ্রাম অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুণ কুমার দা জানান,প্রায় ২৩মাস পর স্কুল মুখি বাচ্চারা,পারায়-পাঠশালা অনেকটা রবীন্দ্রনাথের কথা মনে করিয়ে দেয়। পাণ্ডবেশ্বর চক্রের এসআই সজল কুমার মন্ডল জানান সরকারি গাইডলাইন ও স্বাস্থ্যবিধি মেনে এদিন খোলা জায়গায় ক্লাস করানো হয়েছে পড়ুয়াদের ।