অবতক খবর,২৫ আগস্ট,বালুরঘাট: অনান্য রাজনৈতিক দল যেখানে তাদের শহিদ কর্মীদের প্রতি শুধু মাত্র শহিদ বেদিতে ফুল দিয়ে তাদের শ্রদ্ধা অর্পন করে থাকে। সেখানে ভারতীয় জনতা পার্টি তাদের দলের শহিদদের পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের সুখ দুঃখ, তাদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখার মধ্যে দিয়ে দলের শহিদদের প্রতি সম্মান জানায়।
আজ দক্ষিণ দিনাজপুর জেলায় দলের শহিদ সম্মান যাত্রা কর্মসূচীতে অংশ গ্রহন করে গংগারামপুরে দলের দুই শহিদ পরিবারের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে একথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রদফতরের প্রতিমন্ত্রী নিশিথ প্রামাণিক।
পাশাপাশি ভোট পরবর্তী হিংসা নিয়ে আদালতের নির্দেশে সিবিআই তদন্ত প্রসংগে সাংবাদিকদের করা এক প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় মন্ত্রী তৃণমূলের নাম না করে বলেন, কারো এই তদন্ত পছন্দ না হলে উচ্চতর আদালতে যেতে পারে।
এর জন্য কোন প্রশ্ন তোলা অবান্তর বলেই মনে করি।
গঙ্গারামপুর থেকে মন্ত্রী বালুরঘাট ব্লকের বোল্লা কালী মন্দিরে এসে বোল্লাকালী মন্দিরে পূজা দেন এবং সেখানে প্রসাদ গ্রহণ করবার পর মন্ত্রী শহীদ স্মরণ যাত্রা উপলক্ষে বালুরঘাট ব্লকের পার পতিরাম এলাকার শহীদ গোপাল গুনের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন।