অবতক খবর,২৮ আগস্টঃ উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকের হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েতের ২২ আসনের মধ্যে ১৫ আসনে জয়ী হয় বিজেপি। সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পঞ্চায়েত গঠন করে তারা । বিজেপির প্রধান হয় রূপা হালদার ও উপপ্রধান হয় স্বপন হাওলাদার । আজ প্রধান ও উপপ্রধান ও বিজেপি সদস্যরা হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েতে যান সঙ্গে ছিলেন জেলা বিজেপির সভাপতি দেবদাস মন্ডল । গ্রাম পঞ্চায়েতে প্রবেশের মুখে নারকেল ফাটিয়ে গঙ্গাজল ছেটাতে ছেটাতে প্রধানের ঘরে প্রবেশ করে নতুন প্রধান, উপ প্রধান ও অন্যান্য সদস্যরা।

এই বিষয়ে হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েত প্রধান রূপা হালদার বলেন চোরমুক্ত পঞ্চায়েত গড়তে পবিত্রতা রক্ষা করতে আমরা এটা করেছি।

এই বিষয়ে বনগাঁ জেলা বিজেপি সভাপতি দেবদাস মন্ডল বলেন হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েত তৃণমূল রাজত্ব করেছিল এখানে। দুর্নীতি করে সাধারণ মানুষের চোখের জল ফেলেছে । আমরা বলেছিলাম চোর মুক্ত পঞ্চায়েত গড়ব সেই কারণে পঞ্চায়েত শোধন করা হলো । কারণ সাধারণ মানুষ ভারতীয় জনতা পার্টির হাতে পঞ্চায়েত তুলে দিয়েছে। এখানে সাধারণ মানুষের সেবা করব আমরা।

এই বিষয়ে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস বাগদা পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অঘোর চন্দ্র হালদার । গঙ্গাজল ছিটিয়ে পঞ্চায়েতে প্রবেশ করা প্রসঙ্গে বলেন এর ধিক্কার জানাই আমরা । যেখানে বিজ্ঞানের উপরে আস্থা রাখছে মানুষ সেখানে গঙ্গাজল ছিটিয়ে পঞ্চায়েতে প্রবেশ করাকে ধিক্কার জানাই। আগামী ২০২৪ সালে সাধারণ মানুষ বুঝিয়ে দেবে ওদের।