অবতক খবর,১০ নভেম্বর: মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জের শিবনগর গঙ্গায় ইলিশ ধরতে যাওয়া মাঝিদের জালে ধরা পড়ছে বাঘা কাতলা মাছ। গঙ্গার জ্যান্ত কাতলা দেখতে গঙ্গা পারে জমছে মানুষের ভিড়, যা চোখে দেখার মত।

এখন গঙ্গায় ইলিশের দেখা নেই বললেই চলে। তাও কোন কোন সময়ে মাঝিদের জালে ইলিশ ধরা পড়ছে। সেই ইলিশের আশায় ডিঙ্গি নিয়ে গঙ্গায় চোষে বেড়াচ্ছে মাঝিরা। কিন্তু ইলিশের দেখা নেই বললেই চলে।

তবে ইলিশের বদলে জালে ধরা পড়ছে ১০ ১৫ ২০ কেজির ওজনের বিশাল বিশাল কাতলা মাছ। সেই জ্যান্ত কাতলা মাছের খবর ছড়িয়ে পড়তেই খদ্দের সেজে গঙ্গা পারে মাছ কেনার আশায় ভিড় জমাচ্ছেন এলাকার উৎসুক সাধারণ মানুষ।

অজয় বিশ্বাস নামে এক মাছ ব্যবসায়ী জানালেন, এখন গঙ্গায় ইলিশ নেই, সেই জায়গায় এখন প্রায় সময় ইলিশের জালে ১০ ১৫ ২০ কেজি ওজনের কাতলা মাছ ধরা পড়ছে। এরপরে আস্তে আস্তে বড় বড় কাতলা এবং বাঘাল মাছ জালে ধরা পড়বে। সেই কাতলা মাছ এখন বাজারে ৬০০ থেকে ৬৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে বলে জানালেন তিনি।