অবতক খবর,১৯ আগস্ট: ডেঙ্গু সংক্রমণের হাত থেকে পৌরবাসীকে রক্ষা করতে পৌরসভা এলাকার নালা ও ড্রেনে ছাড়া হল ডেঙ্গু মশার লার্ভা খাদক গাপ্পি মাছ।
বুধবার থেকে গঙ্গারামপুর পৌরসভার ১৮টি ওয়ার্ডেই শুরু হলো গাপ্পি মাছ ছাড়ার কাজ। এদিন গঙ্গারামপুর পৌরসভার ১৩নং ওয়ার্ডের ভোদংপাড়া এলাকায় গাপ্পি মাছ ছাড়ার মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করলেন গঙ্গারামপুর পৌরসভার প্রশাসক প্রশান্ত মিত্র। এছাড়াও উপস্থিত ছিলেন ডাক্তার পীযুষ কান্তি বসাক।
পৌরসভার এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পৌরবাসী।
প্রসঙ্গত, একে তো করোনাকাল চলছে, তার উপর বর্ষা এলেই মাথাচাড়া দেয় ডেঙ্গুর সংক্রমণ। বর্ষাকালে জমা জলে পৌর এলাকায় ডেঙ্গুর সংক্রমণ এর হার বৃদ্ধি পায়। জেলা স্বাস্থ্য দফতরের উদ্যোগে ডেঙ্গু রোধে প্রচার শুরু হয়েছে। জেলা স্বাস্থ্য দপ্তর থেকে বারবার জনসাধারণের উদ্দেশ্যে বলা হচ্ছে বাড়ি ও বাড়ির আশেপাশে কোন ভাবেই জল যাতে না জমে। ডেঙ্গুর জীবাণু বহনকারী এডিস মশা জলেই ডিম পাড়ে। দ্রুত বংশ বিস্তার করে। ডেঙ্গু বহনকারী এডিস মশার বংশ বিস্তার রোধ করতে গঙ্গারামপুর পৌরসভা এলাকার নালা ও ড্রেনে ছাড়া হল গাপ্পি মাছ।