অবতক খবর,২৫ মার্চ: সাতসকালে গঙ্গাসাগরে বেগুয়াখালি এলাকায় কুমির শাবক কে ঘিরে উত্তেজনা গ্রামবাসীদের মধ্যে। ঘটনাস্থলে এসে পৌঁছায় গঙ্গাসাগর কোস্টাল থানার পুলিশ ও বনদপ্তর আধিকারিকরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গঙ্গাসাগরের বেগুয়াখলী এলাকায় হুগলি নদীতে মাছ ধরতে যাওয়ার সময় স্থানীয় কয়েকজন মৎস্যজীবী নদীর পাড়ে একটি কুমির শাবক দেখতে পায়।

এরপর মৎস্যজীবীরা গ্রামে গিয়ে কমিটিকে দেখতে পাওয়ার ঘটনা জানালে। হুগলি নদীর তীরে কুমির দেখতে ভিড় করে গ্রামের মানুষ। গ্রামবাসীরা খবর দেয় গঙ্গাসাগর উপকূল থানাতে। ঘটনাস্থলে এসে পৌঁছায় গঙ্গাসাগর উপকূল থানার পুলিশ। এরপর খবর দেয়া হয় স্থানীয় বনদপ্তর ঘটনাস্থলে বনদপ্তর আধিকারিকরা পৌঁছে কুমির শাবকে উদ্ধার করে পাথরপ্রতিমা ভগবতপুর কুমির প্রকল্প নিয়ে যাওয়া হয়। বনদপ্তর সূত্রে খবর, কুমিরটির শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করার পর আবারও সুন্দরবনের নদীতে ছেড়ে দেয়া হবে।