আবতক খবর,দেবাশিস মালিক, সাগর:-   মঙ্গলবার সন্ধ্যায় ভয়াবহ আগুনে ভষ্মিভূত গঙ্গাসাগরের কপিলমুনির আশ্রমের নিকটে ৮টি দোকান l পরিদর্শন করতে এলেন কাকদ্বীপ মহকুমা পুলিশ আধিকারিক অনিল রায় সহ গঙ্গাসাগর কোস্টাল থানার ওসি দেবাশীষ রায় l সঙ্গে হাজির ছিলেন গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হরিপদ মন্ডল l পুলিশ ও স্থানীয়সূত্রে খবর, মঙ্গলবার সন্ধ্যার ৬টার সময় স্থানীয় ব্যবসায়ী ভিগু রামগিরি তার দোকানে মধ্যে তৈরি হওয়া ভিমরুলের চাকে আগুন লাগাতে গিয়ে এই বিপত্তি , আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে আসে পাশের দোকান গুলোতে আগুন ছড়িয়ে পড়েl ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন , ও সাগরের বিশাল পুলিশ বাহিনী,সাগর বিধায়ক বঙ্কিম চন্দ্র হাজরা l এদিকে স্থানীয় লোকজনের সাথে গন্ডগোল লেগে যায় দমকল কর্মীদের বলে অভিযোগ l

আপাতত পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের টানা ৫ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে l দমকল ও গঙ্গাসাগর কোস্টাল থানার পুলিশ সমগ্র ঘটনা খতিয়ে দেখছে l সাগর বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা জানান, আগুন লাগার সময় কিছুটা দেরিতে দমকল আসার কারণে কিছু মানুষ গন্ডগোল বাঁধানোর চেষ্টা করে তার পরে পুলিশি হস্তক্ষেপে সেই গন্ডগোল থেমে যায় l ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় আড়াই কোটিl আহত হওয়ার কোনো খবর নেই বলে পুলিশ দাবি করেছে l বুধবার সকালে কাকদ্বীপ মহকুমা পুলিশ আধিকারিক অনিল রায় ঘটনার তদন্তে যান l গঙ্গাসাগর কোস্টাল থানা এলাকার ওই শনি মন্দির এর কাছে l সেখানকার স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি যে সমস্ত দোকান ক্ষতিগ্রস্ত হয়ে পুড়ে ছাই হয়ে গেছে,সেই সমস্ত দোকানদারদের সঙ্গে কথা বলেন পুলিশের পদস্থ কর্তারা l সাগর বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা দাবি করেছেন, যে সমস্ত দোকানপত্র পুড়ে ছাই হয়ে গেছে , সেখানে দাহ্য পদার্থ ছিল বলে দমকল পুলিশ জানতে পেরেছে l ফলে আগুন নেভানোর ক্ষেত্রে কিছুটা সময় বিঘ্ন হয়েছে l সমগ্র ঘটনা সম্পর্কে তিনি দমকল মন্ত্রীর সাথে কথা বলবেন l