অবতক খবর,২৭ আগস্ট: দক্ষিণ ২৪ পরগণার গঙ্গাসাগরের বিধায়ক বঙ্কিম হাজরার উদ্যোগে
ব্লক প্রশাসন স্বাস্থ্য ভবনের সহযোগিতায় গঙ্গাসাগর মেলার আগে ১০০ শতাংশ ভ্যাকসিনের লক্ষ্যে কচুবেড়িয়ায় ভেসেলের উপর এই কর্মসূচি গ্রহণ করা হয়।
এদিন ভেসেলের কর্মী ,বাস চালক ,অটো চালক ,রিকশা চালকদের ভ্যাকসিন দেওয়া হয়। আজকের মোট ৪০০ জনকে ভ্যাকসিন দেওয়া হয়। সাগর ব্লকে এখনো পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ ৮০০০০ জন পেয়েছেন, দ্বিতীয় ডোজ পেয়েছেন ৪০০০০ জন। ব্লক প্রশাসনের লক্ষ্য ১লক্ষ ৪৪ হাজার মানুষ কে ভ্যাকসিন দেওয়া।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা, গঙ্গাসাগর বকখালি উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান সন্দীপ পাত্র, বিডিও সুদীপ্ত মন্ডল, ব্লক স্বাস্থ্য আধিকারিক অংশুমান বোস।
গঙ্গাসাগর হলো ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম মেলা। আগামী জানুয়ারি মাসে এই মেলা অনুষ্ঠিত হবে। সারা ভারত বর্ষ থেকে মানুষ আসবেন এই মেলায়। প্রশাসনের আশঙ্কা বহিরাগতদের এইভাবে মেলা আসলে সংক্রামিত হতে পারে এলাকার সাধারণ মানুষের। তাই আজ সাধারণ মানুষের কথা মাথায় রেখে এই ধরনের কর্মসূচির উদ্যোগ নিয়েছেন সাগর প্রশাসন ও সুন্দরবন উন্নয়ন মন্ত্রী।