গণতন্ত্র ছড়িয়ে পড়ে
তমাল সাহা
সৃর্য ওঠার আগে সকালে দেখি
গণতন্ত্র শুয়ে আছে প্লাটফর্মে
তাও হাত ছড়িয়ে।
হাত ছড়িয়ে কেন?
মাথার কাছে দেখি একটা শূন্য বাটি
গণতন্ত্র কিছু কি চায়?
বেলা বাড়লে দেখি
ফুটপাতে গণতন্ত্র ফুল তুলসীপাতা,
দুব্বো, শশা, কলা সস্তার জামাকাপড় সাজায়।
গণতন্ত্র ক্রমাগত ছড়িয়ে পড়ে, ছড়িয়ে যায়…
গণতন্ত্র ছড়ায় দেওয়ালে
ব্যানারে হোর্ডিংয়ে কাট আউটে পোস্টারে
ছড়িয়ে পড়ে ভোটের সকালে
ছাপ্পা ভোট রিগিং বুথ দখলে।
গণতন্ত্র ছড়ায়,ছড়াতে থাকে
হাত-পা ছড়িয়ে পড়ে থাকে বুথের বাইরে।
গুলিবিদ্ধ লাশগুলি থেকে রক্ত গড়ায়
গণতন্ত্র দ্রুত ছড়িয়ে পড়ে, চতুর্দিকে ছড়ায়…