অবতক খবর, মালদা: মালদা জেলা প্রশাসনের উদ্যোগে রুপশ্রী প্রকল্পের আওতাধীন কন্যাদের নিয়ে আদিবাসী রীতি অনুযায়ী গণ বিবাহ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো মালদা গাজলে।গাজোল কলেজ ময়দানে আয়োজিত হয় এই গণ বিবাহ অনুষ্ঠান। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আদিবাসী রীতি মেনে ৩০০ জোড়া গণবিবাহ অনুষ্ঠিত হয় এদিন। নব দম্পতিদের দুহাত তুলে আশীর্বাদ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পাশাপাশি তাদের দীর্ঘায়ু কামনা করেন তিনি।
বৃহস্পতিবার পুরাতন মালদা থেকে হেলিকপ্টারে করে বেলা বারোটা নাগাদ গাজোলে উপস্থিত হন মুখ্যমন্ত্রী। এরপর
মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আদিবাসী রীতি মেনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন প্রায় ৩০০ জোড়া নব দম্পতি। বিবাহ শেষে মুখ্যমন্ত্রী নিজে হাতে এই নবদম্পতিদের সরকারি আর্থিক অনুদান এবং উপহার তুলে দেন। আর্থিক অনুদান এবং উপহার তুলে দেওয়ার পর ধামসা মাদলের তালে আদিবাসী পোশাকে নাচ করেন মুখ্যমন্ত্রী।
প্রশাসন সূত্রের খবর, এই মর্মে এদিন আমন্ত্রিত করা হয়েছিল প্রায় ১০ হাজার মানুষকে। দুপুরে তাদের খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছিল সেখানে। বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, উত্তরবঙ্গের আদিবাসী অধ্যুষিত জেলাগুলি রয়েছে সে জেলায় প্রতি বছর মে মাসে এই গণবিবাহের আয়োজন করা হবে। আদিবাসীদের জমি কেউ জোর কেড়ে নিতে পারবেন না, এর জন্য আমরা আইন করেছি।