অবতক খবর :: শিলিগুড়ি :: আজ অষ্টম দিনে পড়ল লকডাউন। একই রকম দিনের সাথে পরিচিত শিলিগুড়িবাসী আজকেও। সকালে উঠে বাজার হাট দোকান পাট করে নেয় শহরের মানুষ। বিশেষ করে গতকাল করোনা আক্রান্তের মৃত্যু হবার পরে আতঙ্ক বেড়েছে শিলিগুড়ির মানুষের।মৃতা যাদের সঙ্গে সংস্পর্শে এসেছিলেন সেই পঞ্চাশ থেকে ষাট জনকে হোম কোয়ারটেনাইজেসনে রাখা হয়েছে।সন্দেহের তালিকায় বাদ নেই ওই মৃতার সাথে যারা বিমান সফর করেছিলেন।
শিলিগুড়িতে করোনা কিট আসার পরে আতঙ্ক বেড়েছে বেশী মানুষের মনে। কারন কে ধরা পড়বেন কার করোনা হয়েছে এ নিয়েই আশঙ্কায় সবাই। সংক্রমনের ভয়ে এদিন সকাল থেকেই মাষ্ক পড়ে ঘুরে বেড়াতে দেখা সকলকেই। এদিন শিলিগুড়ির সমস্ত দোকানপাট বাজারহাটে নির্দিষ্ট ব্যাবধান রেখেই করেন সাধারণ মানুষ। শিলিগুড়ির বিভিন্ন এলাকায় রাস্তায় সবজী বিক্রি করতে দেখা যায় অনেক টোটোচালকদেরও।
এদিকে করোনা আতঙ্ক ঘিরে নিয়েছে শিলিগুড়ির প্রতিটি Flatএর বাসিন্দাদেরও। সেরকম কাজ না থাকলে বাড়ি থেকে বের হচ্ছেন না অনেকেই।flatএর বাসিন্দারা কেউ কারো সঙ্গে দেখাই করছেন না,উলটে বাড়ির সামনে NO PERMISSION বোর্ড লেখা। শিলিগুড়িতে বাইরে থেকে ট্রাক না আসায় সমস্যায় পড়েছেন দোকানদারেরা, ঠিকমত জিনিস না আসায় নিত্যনৈমিত্তিক জিনিস কিনতে পারছেন না অনেকেই। এদিন শিলিগুড়ির বিভিন্ন এলাকায় শিলিগুড়ির বিভিন ওয়ার্ডের কাউন্সিলারেরাও নিজের নিজেদের ওয়ার্ডের বিভিন্ন জায়গাতে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিলি করেন।