অবতক খবর,২৯ সেপ্টেম্বর: গতকাল থেকে বৃষ্টিতে ভাসছে পশ্চিমবঙ্গের একাধিক জেলা। তার জেরেই দুর্ঘটনা এড়াতে তৎপর রাজ্য প্রশাসন। বিগত দিনের বৃষ্টিতে বিদ্যুৎ পৃষ্টের ঘটনার পর তৎপর রাজ্যের বিদ্যুৎ দফতর। গতকাল রাত ১০টা পর্যন্ত বিদ্যুৎ দফতরের কন্ট্রোল রুম থেকে পশ্চিমবঙ্গের বৃষ্টি কবলিত এলাকার খোঁজ নিয়েছেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস এবং আজ সকাল থেকে প্রতি এক ঘন্টা অন্তর বিভিন্ন জেলার বিদ্যুৎ দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করা হচ্ছে বলে খবর। আজ সাংবাদিক সম্মেলন করে জানান রাজ্যের বিদ্যুৎ দফতরের মন্ত্রী অরূপ বিশ্বাস। আজ দুপুর ১টা পর্যন্ত রাজ্যে গড়ে ২০০ মিলিমিটারের বেশী বৃষ্টিপাত হয়েছে তার জেরে রাজ্যের একাধিক জেলা জলমগ্ন বলে জানান তিনি। এছাড়াও তিনি জানান, রাজ্যের ৮টি বিদ্যুতের সাব স্টেশন এবং ৫০০০ হাজারের বেশি ট্রান্সফর্মার ইতিমধ্যেই জলের তলায়। তার জন্যে পূর্ব মেদিনিপুর, পশ্চিম মেদিনিপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, বিষ্ণুপুর, বীরভূম, সিউড়ি, হুগলি, গোঘাট, খানাকুল, ভঙ্গরের একাধিক জায়গায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রাখা হয়েছে। বেশ কিছু জায়গায় গাছ পরে বিদ্যুতের তার এবং পোল পরে যাওয়ার ঘটনা ঘটেছে বলেও জানান তিনি। রাজ্যে মোট ৪৮২টি পোল দুপুর ১টা পর্যন্ত পরে যাওয়ার ঘটনা সামনে এসেছে বলে জানান মন্ত্রী অরূপ বিশ্বাস। এছাড়াও মধ্যমগ্রাম, আগরপারা, আরামবাগ, গো ঘাট, খনাকুল, হলদিয়া, সবং এলাকায় সাব স্টেশন জলের তলায় রয়েছে তার জেরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলেও জানান তিনি। আজকের মধ্যেই প্রতিটি এলাকার বিদ্যুৎ ফেরানোর কাজ সম্পূর্ণ করার প্রচেষ্টা চালানো হচ্ছে বলে আশ্বস্ত করেন মন্ত্রী অরূপ বিশ্বাস। বিগত দিনের ঘটনার পর মানুষকে সচেতন করতেও বিশেষ উদ্যোগ নিচ্ছে রাজ্যের বিদ্যুৎ দফতর। গতকাল থেকে এখনও পর্যন্ত মোট ১কোটি ২৫ লক্ষ বিদ্যুৎ গ্রাহকের ফোন এস এম এস মারফত সতর্ক বার্তা পাঠানো হয়েছে বলে জানান মন্ত্রী। আগামীকাল মুর্শিদাবাদে বিধানসভা নির্বাচন এবং ভবানীপুরে উপ নির্বাচন সংগঠিত হবে। সেখানে যাতে বিদ্যুৎ এর সমস্যা না ঘটে তার জন্যে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মুর্শিদাবাদের দুটি কেন্দ্রের জন্যে দুজন সিনিয়র ইঞ্জিনিয়ারকে পাঠানো হয়েছে এবং ভবানীপুরের উপ নির্বাচনের জন্যে সি ই এস সির সঙ্গে আলোচনা করা হয়েছে বলে জানান মন্ত্রী অরূপ বিশ্বাস। আজ রাত পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস থাকায় রাত্রির পর্যন্ত কন্ট্রোল রুমে বসে রাজ্যের পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন মন্ত্রী অরূপ বিশ্বাস বলে জানান তিনি। অতি দ্রুত রাজ্যের পরিস্থিতি স্বাভাবিক করা হবে বলেও আশ্বস্ত করেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস।