অবতক খবর :: শিলিগুড়ি :: গতকাল রাত্রে নকসালবাড়িতে বেশ কয়েকটি বাড়িতে আগুন লেগে যায়। সঙ্গে আগুন লাগে বেশ কয়েকটি দোকানেও। আগুনে দুটি দোকানের জিনিস সম্পুর্ন নষ্ট হয়ে যায়। এবং দুটি বাড়ির একটি অংশ ভীষনভাবে নষ্ট হয়ে যায়। আগুন লাগার কারন জানা না গেলেও শট শার্কিট থেকেই আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে।
বেশী রাত্রে আগুন লাগায় দমকল আসতে দেরী হয়ে যায়। শুরুতে স্থানীয় লোকজন এসে আগুন নেভায়,পরে দমকল আসে।