অবতক খবর :: পুরভোটের দামামা বেজে গেছে | হাতেগোনা আর কয়েকটা দিন এরই মাঝে বিভিন্ন কাউন্সিলরদের ওয়ার্ডে আমাদের অবতাকের ক্যামেরা বেরিয়ে পড়েছিল| আমরা পৌছে গেছিলাম পানিহাটি বিধানসভার অন্তর্গত পানিহাটি পৌরসভা| সেখানে 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুব্রত রায়ের ওয়ার্ডে আমরা পরিদর্শন করেছিলাম এবং সেখানকার মানুষের কথা আমরা শুনে নিয়েছি।
পানিহাটি পৌরসভার 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুব্রত রায়| তার এলাকার বাসিন্দারা জানান তিনি ভালো কাজ করেছেন | পাঁচ বছরে তিনি প্রচুর রাস্তাঘাটের উন্নতি করেছেন এবং জল জমার অসুবিধা ছিল স্থানীয় এলাকায় বৃষ্টির সময় জল জমে যেত এক হাটু জলে মানুষের যাতায়াত হতে অসুবিধা হতো কিন্তু এখন সুব্রত বাবুর উদ্যোগে সেখানে আর জল জমে না এবং সেখানকার আরেকজন মহিলা জানান তার মেয়ে মমতা বন্ধোপাধ্যায়ের জন্য কন্যাশ্রী এবং সবুজ সাথী প্রকল্প জন্য সাইকেল পেয়েছেন|
24 নম্বর ওয়ার্ডের স্থানীয় আরেকজন বাসিন্দা বলেন আগে যে সমস্ত সরকারি প্রকল্পের কথা তারা জানতেন না সুব্রত বাবুর উদ্যোগে সেই সমস্ত প্রকল্পগুলো তারা জানতে পারেন এবং মহিলাদের সেল্ফ হেল্প গ্রুপ এর বিভিন্ন কর্মসূচি প্রতিদিনই প্রায় আলোচনা সভায় করে মহিলাদের জানিয়ে দেওয়া হয়|স্থানীয় একটি পুকুরের ঘাট বাঁধানো ছিল না সেই পুকুরের ঘাট দিয়ে তার নামকরণ নিবেদিতা ঘাট করা হয়েছে এবং সাধারণ মানুষের জন্য বসার জায়গা ও করা হয়েছে সাথে এলাকায় পার্ক করা হয়েছে।
সুব্রত বাবু জানান তার এলাকায় একটি প্রাইমারি স্কুল যেটি ভগ্নপ্রায় ছিল সেটাকে নতুন করে একটি কমিউনিটি হল করা হয়েছে এবং গরীব মানুষ যারা নিজেদের অনুষ্ঠানে কোনো হল ভাড়া করতে পারেন না তাদের বিনামূল্যে সেই হল ভাড়া দেওয়া হয়| সাথে ফ্রি কম্পিউটার কোচিং সেন্টার করা হয়েছে। সাথে তিনি আরো জানান বিভিন্ন সেমিনার সেই কমিউনিটি হলে অনুষ্ঠিত হয়|