অবতক খবর,১১ নভেম্বর,বাঁকুড়া:- বাঁকুড়া দু নম্বর ব্লকের মানকানালীপঞ্চায়েত এলাকায় গন্ধেশ্বরী নদীর জলের তোড়ে ভেঙে যায় জনসাস্থ কারিগরি দপ্তর এর পাইপ লাইন ভেঙে যায় , গত কয়েক মাস ধরে ওই এলাকায় বেশ কয়েকটি গ্রাম লাপুরিয়া ; কেনবোনি ; লাদ না; কাঁটাবনে; ও কোরান জোড়া ও বাগডাঙ্গা এইসব গ্রামগুলিতে সম্পূর্ণরূপে পিএইচডির পানীয় জল সরবরাহ বন্ধ রয়েছে , যার ফলে এলাকার মানুষকে গন্ধেশ্বরী নদীর বক্ষ থেকে চুয়া কেটে জল সংগ্রহ করে নিয়ে যেতে হচ্ছে
এর ফলে একদিকে যেমন তারা সরকারি পরিস্রুত পানীয় জল থেকে বঞ্চিত হচ্ছে অন্যদিকে তাদের দীর্ঘদিন ধরে পঞ্চায়েত প্রশাসন বিভিন্ন জায়গায় দরবার করে আজও তাদের পানীয় জলের সংগতি মেলেনি কারণ ভোটের আগে বাড়ি বাড়ি পানীয় জলের কল দেয়া হয়েছিল বর্ষায় পানীয় জলের পাইপ লাইন গন্ধেশ্বরী নদীর জলের তোড়ে ভেঙে যাওয়ার ফলে গত কয়েক মাস ধরে বঞ্চিত তারা পানীয় জল থেকে কবে তাদের প্লেইন ঠিক হবে সেটার কোনো সদুত্তর দিতে পারেনি পঞ্চায়েত থেকে প্রশাসন ।