অবতক খবর , শিলিগুড়ি :     গভীর আর্থিক সঙ্কটে শিলিগুড়ি মৃৎশিল্পীরা। প্রতিবছর গনেশ পূজা থেকে আরম্ভ করে দুর্গা পূজা পর্যন্ত ভালো আয় করার আশায় বুক বাঁধেন শিলিগুড়ি মৃৎশিল্পীরা। কিন্তু এবছর পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন , ভয়াবহ করো না পরিস্থিতির জন্য সবকিছুই কেমন পাল্টে গিয়েছে।

এবছর গণেশ পূজা ,বিশ্বকর্মা পুজো তে তেমন বিক্রি হয়নি প্রতিমা, যার ফলে চরম আর্থিক সংকটের মধ্যে পড়েছে মৃৎ শিল্পীরা। সামনে দুর্গা পুজো প্রতিবছর এ সময় পরিস্থিতি সম্পূর্ণ আলাদা থাকে , এক মুহুর্ত হাতে সময় থাকে না শিলিগুড়ি মৃৎশিল্পীদের। কিন্তু ভয়াবহ করোনা পরিস্থিতির জন্য এবার অনেক বিগ বাজেটের পুজো তাদের বাজেট কম দিয়েছে, এছাড়া বেশকিছু পুজো কমিটি পূজা না করার সিদ্ধান্ত নিয়েছে।

একদিকে যেমন প্রতিমা তৈরির সরঞ্জামের দাম বেড়েছে অপর দিকে প্রতিমার চাহিদা কমেছে, তাই আগামীতে কতটা লাভবান হবেন মৃৎশিল্পীরা সেটাই দেখার। শুধুমাত্র পেশাদারিত্ব এর খাতিরে শিলিগুড়ি মৃৎশিল্পীরা প্রতিমা তৈরি করে যাচ্ছে।