অবতক খবর,১ মার্চঃ গভীর রাতে ফলের দোকানে আগুন লাগিয়ে দেয়ার অভিযোগ! জঙ্গিপুর পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের ফুলতলা মোড় এলাকায় একই ফলের দোকানে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দিয়েছে বলে অভিযোগ করেন দোকানের মালিক কামাল শেখ!

তিনি বলেন রাত্রি দুটোর সময় এসে দেখি আমার দোকানে আগুন লাগিয়ে দিয়েছে কেউ ! আবার দোকানে আগুন লাগার মত কোন সরঞ্জাম ছিল না এমনকি বিদ্যুৎ সংযোজন ছিল না ! আমি ইতিমধ্যেই থানায় লিখিত অভিযোগে দায়ের করেছি ! এবার জঙ্গিপুর পৌরসভার পৌর পিতার দ্বারস্থ হবো সিসিটিভি ক্যামরার মাধ্যমে অভিযুক্ত সনাক্ত করে দাবি করেন ওই দোকানের মালিক কামাল শেখ!