অবতক খবর,১০ অক্টোবর: গভীর রাতে বাড়িতে ঢুকে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। মৃত ওই যুবকের নাম অভিজিৎ তরফদার। ঘটনায় জখম হয়েছেন মৃত ওই যুবকের মা। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরের ব্লক পাড়া এলাকায়। এই ঘটনায় মৃত যুবকের স্ত্রীকে জিজ্ঞাসা বাদের জন্য আটক করেছে। তবে কি কারণে এই ঘটনা তা এখনও জানা যায়নি। জখম ওই যুবকের মার অভিযোগ তার গৃহবধূ এই লোক এনে এই ঘটনা ঘটিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।