আবতাক খবর,মৃন্ময় লাহিড়ী,গয়েশপুর,13ই এপ্রিল,2022: গয়েশপুরে অবৈধভাবে তৈরী হওয়া কারখানা সহ অবৈধ কনস্ট্রাকশনে হানা প্রশাসনের।ঘটনাটি নদীয়ার গয়েশপুর পৌর ১৮নং ওয়ার্ডে।
এখানেই দির্ঘ দিন ধরে রমরমিয়ে চলছিল JMT অটোমোবাইল কারখানা।
যদিও গয়েশপুর পৌর প্রধান সুকান্ত চ্যাটার্জি বলেন এই কারখানা অবৈধ।
কিন্তু কারখানার মালিক তার দাবি কারখানা বৈধ্য ভাবেই তৈরি করা হয়।
এদিন গয়েশপুর পৌর সভার পৌর প্রশাসক সহ কল্যানী মহকুমা প্রশাসকের আধিকারিক গন এদিন পরিদর্শনে আসেন।
এই কারখানার পাশেই তৈরি হচ্ছিল আরেকটি কনস্ট্রাকশন যদিও সেটি এই ওয়ার্ডের এক বাসিন্দা তৈরি করছিল সেই কনস্ট্রাকশন পৌর সভার পক্ষথেকে ভেঙ্গে দেওয়া হয়।
সেই ক্ষেত্রে কনস্ট্রাকশন যিনি করছিলেন তার দাবি পৌরসভাকে জানিয়ে এবং সব নিয়ম মেনে তৈরি করা হচ্ছিল তিনি আরও বলেন কিছু দুস্কৃতি আমার এই কনস্ট্রাকশন ভেঙ্গে দেয়,
তবে পুরো প্রধান দাবি করেন অবৈধ ভাবে তৈরী হচ্ছে বলেই পৌরসভার পক্ষথেকে ভাঙ্গা হয়েছে।
তবে এই নিয়ে আজ ছিল চরম উত্তেজনা নদীয়ার গয়েশপুর।