অবতক খবর,২৯ জানুয়ারি: সাত সকালে গয়েশপুর ফিসারি সংলগ্ন রাস্তায় বাইক আরোহী ও চারচাকা স্করফিউ গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয় বাইক আরোহী। চার চাকা স্করফিউ গাড়ি গাড়ি রাস্তার পাশে ঝিলে গিয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান কল্যানী থেকে বাইক আরোহী আসছিলেন সামনে থেকে একটি চার চাকার স্করফিউ গাড়ি ধাক্কা মারে এরপর বাইক আরোহী ছিটকে পড়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে আহত ব্যাক্তিকে হাসপাতালে নিয়ে যায়।খবর পেয়ে গয়েশপুর পুলিশ ফাঁড়ির পদস্থ পুলিশ আধিকারিকরা ছুটে আসেন এবং গাড়ি সহ চালক কে আটক করে নিয়ে যায়।
জানা যায় আহত বাইক আরোহী র বাড়ি গয়েশপুর কাটা গঞ্জে।