অবতক খবর,২৪ সেপ্টেম্বর: গয়েশপুর মৌচাক মোড়ের বাসিন্দা অভিজিৎ বসুর রহস্য মৃত্যু। অভিজিৎ বিএ প্রথম বর্ষের ছাত্র। পরিবারের অভিযোগ, নাদিম নামে একটি যুবক গতকাল সন্ধ্যায় তাকে বেধড়ক মারে। নাদিমের বাড়ি কাঁচরাপাড়া পাল্লাদহে। আহত অবস্থায় অভিজিৎকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়। তবে এই খুনের ঘটনায় অনেক রহস্য রয়েছে, যা এখনো উন্মোচন হওয়া বাকি। কারণ অভিজিতের পরিবার নাদিমকে দোষারোপ করছে। এদিকে পাড়া-প্রতিবেশীরা একরকম কথা বলছে, অন্যরকম কথা বলছেন স্থানীয় নেতারাও। ফলে বোঝা যাচ্ছে না কি কারণে এই খুন। অভিজিতের বাবার বয়ান এখনো পাওয়া যায়নি। এদিকে নাদিমের বাড়িতে তালা পড়েছে। অর্থাৎ ঘটনার পর থেকেই নাদিম এবং নাদিমের পরিবার এলাকা ছেড়ে পালিয়েছে। ঘটনাস্থলে এসেছে কল্যাণী এবং বীজপুর থানার পুলিশ। এলাকায় এতই উত্তেজনা ছড়িয়েছে যে, পুরো এলাকা জুড়ে মোতায়ন করা রয়েছে পুলিশ বাহিনী। তবে ঠিক কি ঘটেছে আর কি কারণে খুন তা এখন পুলিশের তদন্তের অপেক্ষায়। তবে অভিজিতের পরিবার এবং পাড়া-প্রতিবেশীরা নাদিমের যথাযথ শাস্তি দাবি করেছেন।