অবতক খবর,২০ সেপ্টেম্বর: উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার সোনাপুর গ্রাম পঞ্চায়েতের কাজীগজ গ্রামে গরুচোর সন্দেহে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাস্থল থেকে একটি দেশী পাইপগান এবং এক রাউন্ড তাঁজা কার্তুজ উদ্ধার হয়েছে। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ।

জানা গেছে, রবিবার অধিক রাতে এক দল দুস্কৃতি কাজীগজ গ্রামে গরু চুরি করতে গ্রামে ঢোকে বলে গ্রামবাসীদের অভিযোগ। গ্রামবাসিরা টের পেলে তাদের ধাওয়া করে। দুস্কৃতিরা পালাতে গিয়ে একটি গর্তে পড়ে যায়। প্রান বাঁচাতে দুস্কৃতিরা গ্রামবাসিদের লক্ষ্য করে গুলি ছোড়ে বলে অভিযোগ। সেখানেই গরুচোর সন্দেহে এক দুস্কৃতিকে ধরে বেধরক মারধোর দেয় গ্রামবাসিরা। ঘটনাস্থলেই ওই দুস্ক্রতির মৃত্যু হয়। খবর পেয়ে চোপড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌছায়। মৃতদেহের পাশ থেকে একটি দেশী পাইপগান, এক রাউন্ড তাঁজা কার্তুজ উদ্ধার করে। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ। মৃত ব্যক্তির এখনও পরিচয় পাওয়া যায় নি।