অবতক খবর,১১ সেপ্টেম্বর: গলসির সারুল মোড়ে সেন্ট্রাল ওয়ার হাউস অর্থাৎ কেন্দ্রীয় সরকারী গোডাউন থেকে সরকারী গণ বন্টনের চাল দুনম্বরী করে পাশের মিলে খালি হচ্ছে বলে অভিযোগ। জনসাধারণের জন্য বরাদ্দ যে চাল রেশন ডিলার মারফৎ মানুষের ঘরে যবার কথা সেই চাল গোপনে খালি হচ্ছে পাশের স্থানীয় একটি মিলে।
উক্ত ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এদিন বেলা ১ টা নাগাদ মিলের ভিতরে সরকারি চালের গাড়ি ঢুকতে দেখে এলাকার জনা পঞ্চাশ গাড়ি মালিক ও ড্রাইভাইররা এসে চাল বোঝাই ছয়টি গাড়িকে আটক করে খবর দেয় গলসি থানায়। মিলের গোডাউনে একটি গাড়ির চাল খালি হলেও বাকি গাড়ি এখনও মিলের ভিতরে রয়েছে বলে জানতে পারা গেছে। ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এদিকে স্থানীয়রা মিলে ঢুকতেই পালিয়ে যায় মিলের মালিক ও লেবাররা। ওই ঘটনায় দুর্নীতির অভিযোগ তুলে সোচ্চার হয়েছেন স্থানীয় বেশ কিছু গাড়ি মালিক ও চালকরা।
তারা বলেন, সরকারি বিনামূল্যে গরীব মানুষের জন্য বরাদ্দ চাল গলসি সারুলের একটি মিলে খালি করা হচ্ছে। ওই চালগুলি গোপনে পাচার করা হত বলে অভিযোগ তাদের।