অবতক খবর,১৫ ফেব্রুয়ারি: দীর্ঘদিন অপেক্ষা করার পর পৌর অবহেলার একটি নজির তুলে ধরতে হচ্ছে আমাদের পোর্টাল মিডিয়ায়। আমাদের ধারণা ছিল এতদিনের নজরদারিতে এই বিশাল ত্রুটিটি পৌরসভার নজরে পড়বে। কিন্তু কর্তৃপক্ষ উদাসীন। যে ওয়ার্ড সংযুক্ত এই এলাকাটি,তার প্রাক্তন কাউন্সিলর যে বিষয়টি সম্পূর্ণ রূপে এড়িয়ে যাচ্ছেন,এটা তারও প্রমাণ। তারা যেখান থেকে কামাই আমদানি সেসব কিছু তাদের চোখে পড়লেও এই বিষয়টি কেন নজরে পড়ল না,তা ওই অঞ্চলের মানুষের মধ্যে রহস্যজনক হয়ে উঠেছে।
জল ধরো জল ভরো প্রকল্প উদ্গাতা মাননীয়া মুখ্যমন্ত্রী। বিভিন্নভাবে প্রচারিত হচ্ছে পানীয় জলের দুষ্প্রাপ্যতার কথা। অনতিদূরেই সেই দুঃসময় আসন্ন যখন পানীয় জলের হাহাকার উঠবে সমগ্র পৃথিবী জুড়ে। সেই সময়ে এইভাবে গান্ধী মোড় মূল সড়কের ধারে বিশাল জলের পাইপ ফেটে অঞ্চলটি ভেসে যাচ্ছে সে ব্যাপারে কেন পৌর কর্তৃপক্ষ উদাসীন বোঝা যাচ্ছে না। সংবাদ হিসেবে এটি গোচরে আনার জন্যই এবং মিডিয়ার মাধ্যমে স্থানীয় জনগণকে জানানোর জন্যই এই সংবাদটি প্রকাশ করা হচ্ছে। আশা করা।যাচ্ছে কালমাত্র বিলম্ব না করে পৌর কর্তৃপক্ষ এই দিকটিতে নজর দেবেন।
নির্বাচন আসন্ন বিরোধীরা এই পানীয় জল অপচয়ের ব্যাপারে বর্তমান শাসকদল পরিচালিত পৌরসভা দায়ী, সেই সুযোগটি যেন না নিতে পারে আশা করা যাচ্ছে তা ভেবে তারা এই দিকটিতে অতি দ্রুত নজর দেবেন। অর্থাৎ এই পাইপটি মেরামতির কাজে, এই জল অপচয় রোধ কিভাবে করা যাবে সে বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নেবেন।