গান স্যালুট
তমাল সাহা
বেঁচে থাকতে শান্ত শব্দ চয়নে
কম জ্বালাতন করোনি!
তিন নয়ন সঙ্গে অন্ত্যমিল খড়্গ হাতে উন্নয়ন
শপথ রেখেছি… দিয়েছি নরক করে– কাউকে ছাড়োনি।
তিসরা ঝাঁকি-তে শাসককে নিয়ে করেছ চরম রঙ্গ।
নিজের পায়ে নিজেই কুড়ুল মেরেছ
তিমিরের ছিন্নমুণ্ড নিয়ে বসেছিলে সত্তর দশকে, রাষ্ট্রীয় ঘাতককে করেছ ব্যঙ্গ।
তুমি আক্ষরিক!
ভীষণভাবে করেছ পরিবেশ দূষণ।
কপালে জোটেনি বঙ্গবিভূষণ!
মরণে শিকে ছিঁড়েছিল
একটু হলেই পেয়ে যাচ্ছিলে গান স্যালুট!
তুমি তো করো না অশ্লীল উচ্চারণ
কানে ফিসফিস করে বললে,
এরা কি ভেবেছে আমাকে হরিদাসের বুলবুল ভাজা– ডালমুট!
রাষ্ট্রীয় জল্লাদ এরা,
মানুষের অর্থ করেছে হরির লুট।
এরা চাইছে দিতে গান স্যালুট!