অবতক খবর সংবাদদাতা ,দেবাশিস মালিক, মহেশতলা:   দক্ষিণ ২৪ পরগনা মহেশতলা সম্প্রীতি উড়ালপুলের উপরে দুর্ঘটনা নোদাখালি বিল্লা পুরের বাসিন্দা ছোট গাড়িতে ডাব নিয়ে কলকাতার দিকে যাচ্ছিল ।

সেই সময় সম্প্রীতি উড়ালপুলের উপরে আচমকাই দুর্ঘটনা ঘটে উড়ালপুল এর উপর থেকে দুজন পড়ে বজ বজ ট্রাঙ্ক রোডের উপরে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। জানা যায় একই পরিবারের তিনজন ছিল। দুই ভাইয়ের মৃত্যু হয়েছে , দুই ভাইয়ের নাম এস.কে আসগার (৩৫) ও এস.কে. আক্তার (৩২) মাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে , ঘটনাস্থলে মহেশতলা থানার পুলিশ।