অবতক খবর, ২৪ফেব্রুয়ারি : বিশ্বভারতীর সমাবর্তনে যোগ দিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। শুক্রবার শান্তিনিকেতনে এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বৃহস্পতিবারই পৌঁছে যান তিনি। অন্ডাল বিমানবন্দর থেকে পৌঁছে যান বোলপুরে। শুক্রবার সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়ে রাজনাথ সিং বলেন, “সাধারণত এ ধরনের অনুষ্ঠান থাকলে আমি একদিনেই ফিরে যাই। কিন্তু বিশ্বভারতী ও গুরুদেবকে জানব বলে আমি একদিন অতিরিক্ত রেখেছি।”
প্রতিরক্ষা মন্ত্রীর এদিনের বক্তব্যের ছত্রে ছত্রে উঠে এসেছে জীবনবোধে রবি-আলোর প্রভাব। রাজনাথ বলেন, বিশ্বভারতীর নামেই তার বৈশিষ্ট্য ও গুরুদেবের জীবনবোধ স্পষ্ট হয়। বিশ্বভারতী এমন শব্দ, যেখানে বিশ্বও আছে, ভারতীও আছে। অর্থাৎ সমস্ত বিশ্বের আচার বিচার ও ব্যবহারকে সঙ্গে নিয়ে ভারতের সম্পর্কের বিকাশই লক্ষ্য।