অবতক খবর, মালদা: গৃহবধূকে হাত পা বেঁধে বিষ খাইয়ে খুন করার অভিযোগ উঠল তার শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বৈষ্ণবনগর থানার নন্দলালপুর গ্রামে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত গৃহবধূর নাম জ্যোৎস্না মণ্ডল (২৯)। স্বামী বিক্রম মণ্ডল ভিন রাজ্যের শ্রমিকের কাজ করে। তাদের দুই ছেলে মেয়ে রয়েছে। অভিযুক্ত শশুর অনিল মন্ডল এবং শাশুড়ি শংকরী মন্ডল পলাতক।
মৃতার বাবা শরৎ মন্ডলের অভিযোগ, গত ১৫ বছর আগে তার মেয়ের বিয়ে হয় একই গ্রামের বাসিন্দা বিক্রম মণ্ডলের সাথে।তার জামাই বর্তমানে ভিন রাজ্যে রয়েছে শ্রমিকের কাজে। মেয়ের শ্বশুর শাশুড়ি তার মেয়েকে চাপ দেয় বাবার বাড়ি থেকে ৭০০০ টাকা আনার জন্য। মেয়ে টাকা আনতে অস্বীকার করলে তার হাত-পা বেঁধে নিয়ে যায় তারা বলে অভিযোগ। এরপর আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ফেলে পালিয়ে যায় তারা। তাদের বিরুদ্ধে মালদা বৈষ্ণবনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তরা পলাতক। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে মালদা বৈষ্ণবনগর থানার পুলিশ।