অবতক খবর,১০ সেপ্টেম্বর,শান্তিপুর,নদীয়া: গৃহস্থ বাড়ির ঘরের ভেতরে বিষধর কালাচ সাপ দেখামাত্রই ঘরের বাইরে বেরিয়ে এলো পরিবারের সদস্যরা।

গতকাল রাত্রি দশটা নাগাদ শান্তিপুর ২ নম্বর ওয়ার্ডের বাইগাছি বাগানে পাড়া এলাকার একটি গৃহস্থ বাড়ির ঘরের ভেতরে হঠাৎই ঢুকে পড়ে একটি বিষধর কালাচ সাপ। দেখামাত্রই আতঙ্ক সৃষ্টি হয় গোটা পরিবারে, যদিও পরিবারের কাছে বনদপ্তরের কোনরকম ফোন নাম্বার না থাকায় অবশেষে তার ফোন করে শান্তিপুরের বন্যপ্রাণী উদ্ধারকারী অনুপম সাহাকে। ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী অনুপম সাহা, এবং পরিবারের লোকজনদের ঘর থেকে বাইরে সরিয়ে ওই বিষধর কালাচ সাপটিকে উদ্ধার করে বস্তাবন্দি করে।

উদ্ধারকারী অনুপম সাহা জানান, বিষধর সাপটিকে উদ্ধার করা হলো,এবার বনদপ্তরের হাতে তুলে দেওয়া হবে। যদিও উদ্ধার কর্জের শেষে অনেকটা স্বস্তি মিলেছে পরিবারের লোকজনদের। তবে শান্তিপুরবাসীর মধ্যে এখন রাত্রি মানেই আতংকের ছায়া। কখন জানি বিষধর সাপ ঢুকে না পরে এই আতঙ্কেই এখন গোটা শান্তিপুরবাসী।