গেণ্ডুয়া খেলা
তমাল সাহা
১) সুস্থ পরিবেশ
কারা তুলে নিয়ে গেল শব
দূরে চলে যায় লাশগুলি…
শূন্য প্রান্তরে এখন পড়ে আছে
সকেট সুতলি জালকাঠি কার্তুজের খোল।
শুনশান নিস্তব্ধ পরিবেশ
বাতাসে হরিধ্বনি ভেসে আসে
রাম নাম সত্য হ্যায়!বলো হরিবোল!
২) পরীক্ষা
এতো সচেতন জনগণ আমি দেখিনি তো আগে
শব্দদূষণ হবে বলে নামে না প্রতিবাদে
ক্রোধে রাগে!
সরব হওয়ার চেয়েও মূল্যবোধ বড়!
এখন চলছে ধৈর্যের পরীক্ষা
অর্জন করতে হবে
অহিংসা সহিষ্ণুতা তিতিক্ষা!
৩) মৃত্যুর গ্রাম্যতা
মৃত্যুর শীতলতা বিষাদ ছুঁয়ে থাকে তোমার কবিতা।
পঞ্চায়েত ভোট তুমি দেখো নাই
সেখানেও শুয়ে আছে মৃত্যুর নীরবতা।
কাঁঠাল বট হিজলের ছায়ায় পড়িয়া আছে লাশটি।
ভোট আসিয়াছিল তাই
মৃত্যুর আগে সে দেখিল এইসব বৃক্ষরাজি।
বুকে বিঁধিল বুলেট
পিস্তলের এমনই কারসাজি!
৪) এই শ্রাবণে
এই শ্রাবণে বৃষ্টিতে ভিজবে
প্রতীক্ষায় ছিলে
মুখাবয়ব বেয়ে ঝরবে বারিধারা!
বৃষ্টিতে ভিজছি তুমি আমি
রক্ত বৃষ্টিতে ভিজছে জন্মভূমি
মাটির শরীরে বহমান শোনিতধারা!