কৃষিবিরোধী বিল পাশ। কৃষকরা অবস্থানে বসলো। এলো ব্যারিকেড, টিয়ার গ্যাস, রাবার বুলেট, জলকামান। ব্যর্থ হলো প্রশাসন। জড়ো লাখো লাখো কিষান। আলোচনার পর আলোচনার মাদারি খেল। এবার হুমকি,এফ আই আর, লূক আউট নোটিশ। এর নাম রাষ্ট্র!
গেম
তমাল সাহা
রে রাষ্ট্র!
আমরাও ইংরেজি জানি।
কতদিন টানবো আর অত্যাচারের ঘানি?
তুই ছেড়েছিস নোটিশ ‘লুক আউট’!
আমরাও জানি তোর হোয়াট অ্যাবাউট।
আমাদের নেই ভয়-ডর–
আমরাও তোকে ‘লুকিং ফর’।
তুই শুনে রাখ দেশ- মাটি আমাদের মা।
তোকেও নেই কোনো ক্ষমা।
উই আর ফার্মাস ইন নেম।
ইতিহাস বলে,আর আমরাও জানি
হাউ টু কমপ্লিট দ্য গেম।