অবতক খবর, সংবাদদাতা, হুগলি :: গোঘাটের সাতবাড়িয়ার দারিয়াপুর যেখানে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের জন্মস্থান। শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের জন্মস্থান এ রাতের অন্ধকারে দুষ্কৃতীরা দুর্গা প্রতিমার মূর্তি ভেঙেছে। এনিয়ে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। রামকৃষ্ণ পরমহংস দেবের জন্মস্থান এর দুর্গা প্রতিমার মূর্তি ভাঙ্গা কে কেন্দ্র করে সমগ্র এলাকাতে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এমত অবস্থায় তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে গেছেন গোঘাট থানার পুলিশ। তদন্ত নেমেছে গোঘাট থানা।

রাতের অন্ধকারে এবার কারা এই দুর্গা প্রতিমার মূর্তি ভেঙেছে তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। শুধু তাই নয় রাজ্যের বিভিন্ন জায়গাতে এই ধরণের ঘটনাও ঘটেছে কিন্তু স্বয়ং রামকৃষ্ণ দেবের জন্মস্থান এ ঘটনা ঘটায় এলাকা জুড়ে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। এলাকার মানুষের বক্তব্য আগে তো এমন হতো না আগেও তো বছরের পর বছর পুজো হয়ে আসছে কিন্তু এখন ভোট যে হেতু সামনে তাই মূর্তি ভেঙে এখন ধর্মীয় অসন্তোষ তৈরি করার একটি চেষ্ঠা হচ্ছে। আর পেছনে গভীর ষড়যন্ত্র দেখা যাচ্ছে।