অবতক খবর,৩ আগস্ট: হালিশহরের অলিতে গলিতে রাস্তার বেহাল দশা। পৌরসভায় বারংবার অভিযোগ করে হয়রান হালিশহরবাসী। কিন্তু হালিশহরের একটি মাত্র রাস্তা যেখানে সামান্য গর্ত হলেই পরেরদিন গোটা রাস্তায় পিচ ঢালাই হয়।

হালিশহর ২ নং ওয়ার্ড সুভাষ পল্লীর এই রাস্তায় একটা ফুটো হলেও পরেরদিন সেখানে পিচ ঢালাইয়ের কাজ শুরু হয়। এমনই জানাচ্ছেন স্থানীয়রা।

অন্যান্য সমস্ত রাস্তা ছেড়ে এই রাস্তাটিকেই কেন এত গুরুত্ব দেওয়া হচ্ছে তা কিছুই বোঝা যাচ্ছে না।


তবে এক তৃণমূল নেতা জানান যে, সুভাষ পল্লীর ওই রাস্তায় রতন কুমার ঘোষ নামে এক ব্যক্তির বাড়ি রয়েছে। যিনি হালিশহর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান অংশুমান রায়ের ঘনিষ্ঠ এবং হালিশহরের যত কনট্র্যাক্টের কাজ হত তা সবই তার নজরদারিতেই চলত।

অন্যদিকে বিশ্বজিৎ বোস নামে এক কন্ট্র্যাক্টর বেশিরভাগই সেই কনট্র্যাক্টগুলো পেতেন বা বলা ভালো রতন বাবু তাকে পাইয়ে দিতেন। আর এই কারণেই রতনবাবুর অঞ্চলের রাস্তায় সামান্য গর্তও দেখা যায় না। যেখানে গোটা হালিশহরের রাস্তার ছবিটাই অন্যরকম। এই হল হালিশহরের উন্নয়ন,যা কেবল একটি রাস্তাতেই চোখে পড়ে।