অবতক খবর,২৮ মার্চ: গোপন সূত্রে খবর, পেয়ে শিবদাসপুর থানার ওসি সমীর দাসের নেতৃত্বে প্রত্যন্ত ভবাগাছি অঞ্চলের শেষ প্রান্তের বিস্তর জায়গায় টিনের ঘেরাটোপে জায়গায় বাবলু শেখের অধীনে বেআইনি ভাবে বিভিন্ন কোম্পানি গ্যাস সিলিন্ডার মজুত
করে রেখে চলত গ্যাস কমিয়ে নকল সিল লাগিয়ে আমজনতাকে গ্যাস সিলিন্ডারে সাপ্লাইয়ের কাজ। তারপর থেকেই বাবলু শেখ পলাতক। কার মদতে কি করে এই কর্মকাণ্ড বেশ কিছুদিন ধরেই চালাচ্ছিল বাবলু শেখ তার তদন্ত শুরু করেছে শিবদাসপুর থানার পুলিশ।