অবতক খবর,২৩ অক্টোবরঃ শিক্ষায় দুর্নীতি নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে বামফ্রন্ট। বৃহস্পতিবার মধ্যরাতে করুণাময়ীতে চাকরিপ্রার্থীদের উপর পুলিশী নির্যাতনের অভিযোগ এনে রাজ্যজুড়ে সরকারের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয়েছে বামপন্থীরা। গতকাল এই রাজ্যের বিভিন্ন জায়গায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে বামপন্থী ছাত্র যুব ও শিক্ষক সংগঠনের সদস্যরা। শনিবার গোপালনগর গিরিবালা উচ্চ বিদ্যালয় থেকে গোপালনগর বাজার পর্যন্ত সিপিআইএমের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। এদিনের এই প্রতিবাদ মিছিলে পা মেলান রাজ্যের দাপুটে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী।
এদিনের এই প্রতিবাদ মিছিলে সামিল হয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুজন চক্রবর্তী বলেন,”শিক্ষাক্ষেত্রে বর্তমান সরকার যে পরিমাণে দুর্নীতি করেছে এবং যোগ্য চাকরিপ্রার্থীদের সাথে দুর্ব্যবহার করছে তারই প্রতিবাদে বামপন্থীরা লড়ছে। এদিন রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বনগাঁ গোপালনগরে প্রতিবাদ মিছিলে শামিল হয়েছি আমরা।”