অবতক খবর, সংবাদদাতা , ইসলামপুর :: বাঘের আতঙ্কে দিশেহারা এলাকার বাসিন্দারা। একের পর এক গবাদি পশু আক্রমণ করার ঘটনায় ঘুম উড়ে গেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর এক ব্লকের সাহাপুর দুই গ্রাম পঞ্চায়েত এলাকায়। বৃহস্পতিবার ওই এলাকারই একটি ছাগলের মৃত্যু হয়।
এরপরে একটি গরু ও মহিষকে জখম অবস্থায় উদ্ধার করা হয়।আর তখন থেকেই বাঘের চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। চিতাবাঘ আচমকা হানা দিয়ে ওই গবাদিপশু গুলোকে আক্রমণ করে বলে স্থানীয় সূত্রে প্রকাশ। এমনকি স্থানীয় মানুষজন বাঘের পায়ের ছাপ দেখা গেছে বলেও দাবি করেছেন।
ভয়ে ওই এলাকার বিভিন্ন বাড়িতে খিল দিয়ে বসে রয়েছেন স্থানীয় মানুষজন এর একাংশ। গোয়াল পুকুর এক পঞ্চায়েত সমিতির সদস্য মহম্মদ ইলিয়াস জানান, এ বিষয়টি প্রথমে তিনি বিডিওকে জানান। এরপর খবর পেয়ে বন দফতরের কর্মীরা এসে তল্লাশিতে নামে। থাবা দেখতে পাওয়া গেলেও সেগুলো কিসের থাবা তা পরিষ্কার নয় তাদের কাছে।
যদিও বন দপ্তরের চোপড়া রেঞ্জের রেঞ্জার সঞ্জীব সাহা জানান, তারা এলাকায় তল্লাশি করে জানতে পেরেছেন এটি আদৌ কোনো বাঘ নয়। ওখানে একটি শেয়াল হানা দিয়েছে। আর তার জন্যই এই ঘটনা ।থাবা গুলো বাঘের নয় শেয়ালের বলেই তারা জানতে পেরেছেন। তারা। এরপর যদি আবার ধরনের ঘটনা ঘটে তবে তারা বনদপ্তর এর মাধ্যমে সেখানে খাঁচা বসাবেন বলে জানান। এ বিষয়ে এলাকার পুলিশকেও কে জানানো হয়েছে।