অবতক খবর,২৭ মার্চ,গোয়ালপোখর: গোয়ালপোখর থানার নয়াহাট ৩১ নম্বর জাতীয় সড়কের উপর পথ দুর্ঘটনায় মৃত এক। প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ উত্তেজিত জনতার। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়া ফাঁড়ির পুলিশ পৌঁছালে পুলিশকে ঘিরে বিক্ষোভ উত্তেজিত জনতার।
মৃত ব্যক্তির নাম সহেব আলি। বাড়ি গোয়ালপোখর থানার কাঁঠালবাড়ি এলাকায়। পুলিশ জখম অবস্থায় সহেব আলিকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষনা করে।