যিনি আমৃত্যু রাষ্ট্রীয় অত্যাচার, শারীরিক নিগ্রহ সহ্য করে, ধর্মীয় পাণ্ডাদের হাতে নাস্তানাবুদ হয়েও পৃথিবীকে ঘুরিয়েছিলেন সূর্যের চারদিকে, সেই বেয়াদব বিজ্ঞানী গ্যালিলির আজ প্রয়াণ দিবসঃ বিনম্র শ্রদ্ধা

গ্যালিলিও
তমাল সাহা

মিথ্যা কথা বলা উচিত নয়
সদা সত্য কথা বলিবে
বর্ণপরিচয়ে লেখা আছে।

আমাদের মা বাবাও
ছোটবেলা থেকে আমাদের
এই নীতিই শেখান।
গ্যালিলিওকেও শেখানো হয়েছিল।

কিন্তু গ্যালিলিওর মতো
বিজ্ঞানীও শেষ পর্যন্ত
রাজরোষ থেকে বাঁচতে
ধর্মর পাণ্ডাদের হাত থেকে নিস্তার পেতে
মিথ্যের আশ্রয় নিলেন।

বললেন, পৃথিবী স্থির একদম স্থির‌।
একদিকে তিনি সত্যিই বলেছিলেন।
প্রতিবাদ প্রতিরোধবিহীন এই পৃথিবী
স্থির নয় তো কি?

আসলে তিনি আমাদের শিখিয়েছিলেন
প্রকৃত সত্য প্রতিষ্ঠা করতে
আপাত মিথ্যা বলা জরুরি,
এটা বস্তুবাদী কৌশল মাত্র
এতে সত্য ভাঙেও না বা মচকায়ও না।

দেখো গ্যালিলিও!
এখনও ধর্মান্ধ দুনিয়া।
তুমি তোমার শেষ জীবনের
অন্ধ চোখ নিয়ে দেখো
পৃথিবী এখনও
আলো মাখতে মাখতে পশ্চিম থেকে পূর্বে সূর্যকে প্রদক্ষিণ করে চলেছে।

ধর্ম বা রাষ্ট্র কেউ তাকে রুখতে পারেনি।