অবতক খবর , সংবাদদাতা , বর্ধমান :- বেসরকারি গ্যাস উত্তোলন কারী সংস্থায় ২৯ জন শ্রমিক কে পূর্ন নিয়োগ করতে হবে। এই দাবিতে পশ্চিম বর্ধমানের জেলাশাসক কে স্মারকলিপি দিল গ্রেট ইস্টার্ন সিকিউরিটি এন্ড এল্যাইড ওয়ার্কার্স ইউনিয়ন।এদিন আসানসোলের কন্যাপুরে জেলা শাসকের অফিসে স্মারকলিপি তুলে দেওয়া হয়েছে।
অভিযোগ গ্রেট ইস্টার্ন গ্যাস উত্তোলন কারী সংস্থার 29 জন শ্রমিককে ছাঁটাই করে দেওয়া হয়েছে।তারই বিরুদ্ধে এদিন আইএনটিটিইউসি পরিচালিত গ্রেট ইস্টার্ন সিকিউরিটি এন্ড এল্যাইড ওয়ার্কার্স ইউনিয়নের নেতৃত্বে এদিন HLG মোড় থেকে মিছিল করে জেলা শাসকের অফিসে গিয়ে স্মারকলিপি দেওয়া হয়েছে।উপস্থিত ছিলেন আসানসোল পৌরনিগমের মেয়র পারিষদ তথা তৃণমূল নেতা লক্ষন ঠাকুর। এদিন লক্ষন ঠাকুর জানান অবিলম্বে ২৯জন শ্রমিককে চাকরিতে পূর্নবহাল করতে হবে এবং মাসে ২৬ দিন কাজ দিতে হবে।