অবতক খবর: সকাল ৮ টা থেকে শুরু হয়েছে ভোট গণনা পঞ্চায়েত ভোটে। কয়েক ঘণ্টা কেটে যাওয়ার পর স্পষ্ট হয়ে যায় রাজ্যের গ্রাম পঞ্চায়েত জুড়ে সবুজ আবির ঝড় উঠেছে। ৬৮১ টি গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে। বিজেপি জিতেছে ৬৬টি আসনে। বামেরা জয় পেয়েছে ১৮টি গ্রাম পঞ্চায়েতে। কংগ্রেসের দখলে এসেছে ৪৮টি গ্রাম পঞ্চায়েতে। অন্যান্যদের দখলে গিয়েছে ৭টি পঞ্চায়েত।
৩ হাজার ৩১৭টি গ্রাম পঞ্চায়েতের ২৯৩টিই তৃণমূলের! গণনার আগেই দক্ষিণ ২৪ পরগনায় ৬৫ গ্রাম পঞ্চায়েত তৃণমূলের। উত্তর ২৪ পরগনার ২৫, বীরভূমের ৪২টি গ্রাম পঞ্চায়েত তৃণমূলের। একইভাবে পশ্চিম মেদিনীপুরের ২৮, পূর্ব বর্ধমানের ৩৪টি গ্রাম পঞ্চায়েত তৃণমূলের। গণনার আগেই হাওড়ার ২৯টি গ্রাম পঞ্চায়েত দখল তৃণমূলের।
তবে, তৃণমূলের জয়জয়কারের দিনেও অশান্তি অব্যাহত রাজ্যজুড়ে। জাঙ্গিপাড়ায় আক্রান্ত সিপিএম। এজেন্টকে মার। সিপিএমের পার্টি অফিসে ঢুকে পুলিশের লাঠিচার্জ। বীরভূমের নানুরে ভোট গণনার আগে উত্তেজনা। সিপিএম, কংগ্রেস এজেন্টদের গণনাকেন্দ্রে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ। কীর্ণাহারে রাস্তা অবরোধ করে বিক্ষোভ। গণনার আগেই স্ট্রং রুমের দখলের অভিযোগে রণক্ষেত্র দিনহাটা। তৃণমূল-বিজেপি হাতাহাতি। বিজেপি নেতার গাড়িতে হামলা।ভোটের দিন কৃষ্ণনগরে আক্রান্ত সিপিএম প্রার্থীর শ্বশুরের মৃত্য়ু। রানিনগর, রঘুনাথগঞ্জে মৃত্যু জখম তৃণমূল কর্মী।