অবতক খবর,২ ফেব্রুয়ারি: আজ পিকে মুখার্জী কনসালটেন্সি যা এই অঞ্চলে একটি অভিজাত ইনভেস্টমেন্ট সংস্থা হিসেবে সুপরিচিত,তারা আজ এক গ্রাহক সচেতনতা শিবিরের আয়োজন করে কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটে।
এই কনসালটেন্সির কর্ণধার অম্বর মুখার্জী জানান, গ্রাহকদের যথার্থ পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য। এই কারণে বর্তমান আর্থিক বছরে বিভিন্ন ইনভেস্টমেন্ট, বাজেট– এই বিষয়ে সহজ ধারণা দেওয়ার জন্য একটি আলোচনা শিবিরের আয়োজন করা হয়।
এই শিবিরে বক্তব্য রাখেন আইসিআইসিআই মিউচ্যুয়াল ফান্ড রিজিওনাল ব্রাঞ্চ ম্যানেজার অম্বরীশ গান্ধী,এইচডিএফসি রিজিওনাল ব্রাঞ্চ ম্যানেজার সন্দীপ সিনহা। তারা বর্তমান বাজেট এবং কোথায় কোথায় অর্থ বিনিয়োগ করলে বিশেষ সুবিধা পাওয়া যাবে, কিভাবে আয়কর ছাড় পাওয়া যাবে সে বিষয়ে আলোচনা করেন।
এদিন আলোচনা অনুষ্ঠানের পর গ্রাহকদের নিয়ে একটি গেট টুগেদারের অনুষ্ঠান হয়। এতে ছিল বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতাও আনন্দমূলক প্রতিযোগিতা। এছাড়াও ছিল সাঙ্গীতিক অনুষ্ঠান। প্রত্যেক গ্রাহকদের এই গেট টুগেদারে আমন্ত্রণ ছিল সকাল থেকে বিকেল পর্যন্ত। সম্মিলিত আপ্যায়নের ব্যবস্থা ছিল।
গ্ৰাহক এবং ইনভেস্টমেন্ট সংস্থার সঙ্গে যোগাযোগের জন্য,দৃঢ় সম্পর্ক স্থাপনের জন্যই এই অনুষ্ঠান জানালেন অম্বর মুখার্জী।