অবতক খবর,৩১ আগস্টঃ মাস চারেক আগে আসানসোলের ব্যবসায়ী রাজু ঝা খুন হন শক্তিগড়ে। সেই খুনের ঘটনায় সাফল্য পেল পুলিশ। এই ঘটনার অন্যতম অভিযুক্ত কুন্দন কুমার সিং কে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, রানাঘাটে অভিজত এক সোনার দোকানে ডাকাতিতে ধৃত

অভিযুক্ত এই কুন্দন কুমার সিং।তাকে গ্রেফতার করেছে পুলিশ। আসানসোলের রাজু ঝা খুনেও অভিযুক্ত এই কুন্দন সিং। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে দুই ঘটনায় একই অভিযুক্ত।ব্যবসায়ী খুনের অভিযুক্ত কুন্দন সিং গ্রেফতারের পরেই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে সংসদ অর্জুন সিং বলেন, আমি আগেও বলেছি ভিন রাজ্যের জেলে বসে সুবোধ সিং নামে আর দুষ্কৃতী গোটা বিষয়টি তত্ত্বাবধান করছে। তার সুপারীতেই এই খুনের ঘটনা ঘটেছে। মূলত যারা খুন করেছে তারা ডাকাত দল। ভিন রাজ্যের বিভিন্ন জেলায় ডাকাতি করে। যে ধরা পড়েছে এই আগেই পুলিশের নজরে ছিল। তবে পুলিশ অনেক আগেই ব্যবস্থা নিতে পারতো। কিন্তু কাকতালীয়ভাবে এই কুন্দন সিং গ্রেপ্তার হয়েছে।