অবতক খবর,২৪ আগস্ট: আজ বিকেল সাড়ে চারটের পর মুষলধারে বৃষ্টি নামে হালিশহরে। ঘন্টাখানেক চলে এই বৃষ্টি। কিন্তু এই বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ে গোটা হালিশহর। কিন্তু হালিশহর ২ এবং ৩ নং ওয়ার্ডের বেশিরভাগ বাড়িতে জল ঢুকে যায়।
অলিগলি সহ প্রধান সড়কগুলিতে প্রায় হাটু সমান জল জমে যায়। এদিকে বাগমোড় বাজার জলে ভরে যায়। জল সরতে প্রায় ঘন্টাখানেক সময় লাগে। এদিকে এই অঞ্চলে কিছু কিছু জায়গায় বিপজ্জনকভাবে খোলা রয়েছে ড্রেনের মুখগুলি। ফলে পথচলতি মানুষ যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েন।
অন্যদিকে জানা গেছে,বাগমোড় বাজারের একটি মুদি দোকানে জল ঢুকে সমস্ত মাল নষ্ট হয়ে গেছে। যার ফলে অত্যন্ত সমস্যায় পড়েছেন ওই ব্যবসায়ী।