অবতক খবর,১৯ ফেব্রুয়ারী : রাজ্যে নজর এখন ঘাটাল মাস্টারপ্ল্যান রূপায়ণ,ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়নে বাধা হয়ে দাঁড়িয়েছে জমি জট। ঘাটাল মাস্টার প্ল্যানে দাসপুরের চন্দ্রেশ্বর খাল নতুন ভাবে খনন করে দাসপুর এলাকাকে বন্যা কবলিত করার একটা পরিকল্পনা চলছে, শুধুমাত্র ঘাটাল কে বাঁচানোর জন্য এবং দাসপুর কে ডোবানোর চক্রান্ত এমনি অভিযোগ তুলে, আগামী ২৫ শে ফেব্রুয়ারি দাসপুরে মহা মিছিলের ডাক দিয়ে একাধিক জায়গায় পোস্টারিং করলো চন্দ্রেশ্বর নদী খনন প্রতিবাদ কমিটি ।
ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য রাজ্য বাজেটে ঘোষণা হয়েছে ৫০০ কোটি টাকা, টাকা বরাদ্দ হতে প্রশাসনিক মহলে জোর তৎপরতা ছিল। দফায় দফায় প্রশাসনিক আধিকারিক এবং সাংসদ মন্ত্রীদের নিয়ে বৈঠক ঘাটালে। তবেকি আবারো জমি জটে আটকে ঘাটাল মাস্টার প্ল্যান ?