অবতক খবর,১৭ এপ্রিল,পশ্চিম মেদিনীপুর:তাপপ্রবাহ বাড়ার সাথে সাথে বাড়ছে ভোটের উত্তাপ, বাড়ছে প্রচারের মাত্রা।
বুধবার রামনবমীতে ঘাটাল লোকসভা কেন্দ্রের দুই অভিনেতা প্রার্থী তৃণমূল কংগ্রেসের দেব এবং বিজেপির হিরন শোভাযাত্রায় অংশ নিলেন।
জনসংযোগ করলেন দুজনেই।
ঘাটালে রামনবমীর শোভাযাত্রায় তৃণমূল প্রার্থী দেব এই প্রথম অংশগ্রহণ করলেন।
মঙ্গলবার পিংলা ব্লকে দেব বলেন,ধর্ম জিতলে হেরে যাবে মনুষ্যত্ব। আমার দল এর দল ওর দল যারাই ধর্ম নিয়ে রাজনীতি করবে সেই দলটাকে বন্ধ করতে হবে। এখন ধর্ম নিয়ে রাজনীতি হচ্ছে কে হিন্দু কে মুসলিম।
রামনবমীর দিনে হিরন ঘাটালে এর জবাব দিয়ে দেব কে কটাক্ষ করে বলেন, জিন্স পড়ে তিনি ঈদে অংশ নিয়েছেন। মাইকে সিনেমার মতো বড় বড় ডায়লগ দেন।
যখন যে ধর্মে পারে সেই ধর্মে তৃণমূল ঢুকে যায়।
তিনি বলেন, তার কাছে আগে ধর্ম তারপর রাজনীতি।
সন্দেশখালি তে কেন মুখ্যমন্ত্রী এবং সাংসদ দেব যাননি তিনি সেই প্রশ্ন করেন।।
ভোটে এর জবাব মানুষ দেবে বলে তিনি বলেন।
বুধবার ঘাটাল শহরে ১৭ নম্বর ওয়ার্ডে হনুমানজীর মন্দির থেকে রামনবমীর শোভাযাত্রায় অংশ নেন দেব। মন্দিরে পুজো দেন তিনি। তারপর হেঁটে কলেজ মোড় পর্যন্ত তিনি জনসংযোগ করেন।
বিকেলে বীরসিংহে বিদ্যাসাগর স্মৃতি মন্দিরে বিদ্যাসাগরের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন।
বীরসিংহ মোড়ে পথসভা করার পরে যান মনোহরপুরে।
এদিন ঘাটালে রামনবমী কমিটির পক্ষ থেকে বাইক র্যালি হয়। ছিলেন হিরণ এবং ঘাটাল বিধানসভার বিধায়ক শীতল কপাট সহ অন্যান্যরা।।