অবতক খবর,২৬ মে: কয়েক ঘন্টার মধ্যে ঘূর্ণিঝড় রেমাল আছরে পড়বে । সেই চিন্তায় ঘুম উড়েছে সুন্দরবনবাসীর চিন্তায় মাথায় হাত সুন্দরবন এলাকার মানুষের । অন্যদিকে মানুষকে সতর্ক করার জন্য মাইকিং প্রচার করছে প্রশাসন।
আমফান , আইলা , বুলবুল এর মত ঘূর্ণিঝড় চোখের সামনে দেখেছে । ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর । বাড়ি ভেঙে পড়েছে , নদীর বাঁধ ভেঙে গ্রামের পর গ্রাম জল জলের তোরে ভেসে গিয়েছে, গ্রাম ছেড়ে থাকতে হয়েছে মাসের পর মাস । বাড়ি ভেঙে যাওয়ার পরেও সেই বাড়ির তৈরির ক্ষতিপূরণ আজও পায়নি বহু মানুষ । তাই আবার ঘূর্ণিঝড়ের কথা শুনে চিন্তায় মাথায় হাত হিঙ্গলগঞ্জের সুন্দরবন এলাকার মানুষের ।
অন্যদিকে ঘূর্ণিঝড় মোকাবেলার সব রকম প্রস্তুতি সেরে ফেলা হয়েছে বলছেন হিঙ্গলগঞ্জের বিডিও ।