অবতক খবর, ২৪ জুলাইঃ৫ আগস্ট ঘেরাও নিয়ে পশ্চিমবঙ্গে ব্যাপক আলোচনা ও শোরগোল শুরু হয়েছে। ৫ই আগস্ট ব্লকে ব্লকে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করা হবে। রাজনৈতিক আন্দোলনে এটি একটি উল্লেখযোগ্য ঘটনা। এই ঘটনা কলঙ্কময় ইতিহাসও রচনা করতে পারে।বিষয়টি রাজনৈতিক হলেও, এমন কোনো পরিকল্পনা অতীতে ভারতবর্ষের রাজনীতিতে ঘটেনি। এই আন্দোলনটি সফল হলে পশ্চিমবঙ্গের রাজনৈতিক আন্দোলনে একটি ঐতিহাসিক ঘটনা ঘটবে।
৫ আগস্টকে বিশিষ্ট তারিখ করা হলো কেন,এর কোন সদুত্তর নেই। তবে ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে ঘোষণা এবং এর পাল্টা জবাব বা প্রতিক্রিয়া পাওয়া গেছে।
এই আন্দোলনকে রীতিমতো চ্যালেঞ্জ জানিয়েছেন বিজেপি নেতারা। এ বিষয়ে উত্তর কাঁথির বিজেপি বিধায়ক সুমিতা সিং জানান, তৃণমূলের কর্মীরা তাদের বাড়ি ঘেরাও করতে পারেন এবং তিনি তাদের আপ্যায়্ন করবেন। নিজের হাতে মাংসের ঝোল,ভাত,চাটনি রান্না করে খাওয়াবেন। তিনি আরো সংযোজন করেন, ঘেরাওয়ের সঙ্গে টেরাও যদি কিছু করেন তবে তার জন্য আলাদা ব্যবস্থাও থাকবে।
অন্যদিকে আরেক বিজেপি নেতা জানিয়ে দিয়েছেন,তারা যদি বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করার দুঃসাহস দেখান,তবে তারা যেন জীবন বীমা করিয়ে আসেন।